Season 5 - Latest News on Season 5| Breaking News in Bengali on 24ghanta.com
খিলাড়ি হচ্ছেন অজয়

খিলাড়ি হচ্ছেন অজয়

Last Updated: Friday, July 6, 2012, 18:18

অক্ষয় কুমারের জায়গায় এবার অজয় দেবগন। `খতরো কা খিলাড়ি`র ফিফ্‍থ সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ফাইট মাস্টারের ছেলে বলে কথা। অ্যাকশন তো তাঁর রন্ধ্রে। বলিউডে তাঁর অভিষেকও ছিল অ্যাকশন হিরো হিসেবেই।