Second Phase Electio - Latest News on Second Phase Electio| Breaking News in Bengali on 24ghanta.com
গ্রিসের রায় বেল-আউটের পক্ষে

গ্রিসের রায় বেল-আউটের পক্ষে

Last Updated: Monday, June 18, 2012, 11:22

গ্রিসের নির্বাচনে গণনা শেষ। এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনও দল। প্রায় ৩০ শতাংশ ভোট পেয়ে জয়ী নিউ ডেমোক্রেসি। বেল-আউট প্যাকেজের পক্ষে সরব তাঁরা। জেতার পর নিউ ডেমোক্রসি পার্টির নেতা অ্যান্তনি সামারা বলেন, "এই জয় সমগ্র ইউরোপের জয়। গ্রিসের মানুষ ইউরোজোনে থাকতে চায়।"