Last Updated: Friday, December 27, 2013, 12:04
ডারবানে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনের শেষে মুরলী বিজয় ও চেতেশ্বর পুজারার পার্টনারশিপ শতরানে ভারতের রান ছিল এক উইকেটে ১৮১। মুরলী বিজয় ৯১ ও পুজারা ৫৮ রানে ক্রিজে রয়েছেন। আজ দ্বিতীয় দিন। দেখুন লাইভ আপডেট।