Last Updated: Tuesday, December 17, 2013, 17:20
সুপ্রিম কোর্ট যে দিন ৩৭৭ ধারা নিয়ে বিতর্কিত রায় দিয়েছিল, সেদিন বাবা রামদেব বলে ছিলেন, সমকামিতা এক নষ্ট নেশা। আর এবার যোগগুরু তাঁর চিরশত্রু কংগ্রেসকে নিয়ে জড়ালেন সমকামিতা প্রসঙ্গকে। রামদেব বললেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার প্রশ্নে কংগ্রেস নেতারা নমনীয় অবস্থান নিয়েছেন কারণ তাদের দলে অনেক নেতাই সমকামী।