Security and Exchang - Latest News on Security and Exchang| Breaking News in Bengali on 24ghanta.com
সাহারার কর্ণধার `নিঁখোজ` সুব্রত রায় সুপ্রিমকোর্টে ক্ষমা প্রার্থনা করলেন, পাঠালেন গ্রেফতারির পুনর্বিবেচনার আবেদন

সাহারার কর্ণধার `নিঁখোজ` সুব্রত রায় সুপ্রিমকোর্টে ক্ষমা প্রার্থনা করলেন, পাঠালেন গ্রেফতারির পুনর্বিবেচনার আবেদন

Last Updated: Friday, February 28, 2014, 09:27

লখনউ পুলিস এখনও খুঁজে পায়নি সাহারা প্রধান সুব্রত রায়কে। গত কাল থেকেই নিঁখোজ তিনি। কিন্তু `নিখোঁজ` সুব্রত রায়ই এই সপ্তাহে হাজিরা না দেওয়ার জন্য সুপ্রিমকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এর সঙ্গেই সাহারাশ্রীর শীর্ষ আদালতে তাঁর জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা নিয়ে আরও একবার ভেবে দেখার জন্য প্রার্থনা করলেন।