Last Updated: Friday, February 28, 2014, 09:27
লখনউ পুলিস এখনও খুঁজে পায়নি সাহারা প্রধান সুব্রত রায়কে। গত কাল থেকেই নিঁখোজ তিনি। কিন্তু `নিখোঁজ` সুব্রত রায়ই এই সপ্তাহে হাজিরা না দেওয়ার জন্য সুপ্রিমকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এর সঙ্গেই সাহারাশ্রীর শীর্ষ আদালতে তাঁর জামিন অযোগ্য গ্রেফতারির পরোয়ানা নিয়ে আরও একবার ভেবে দেখার জন্য প্রার্থনা করলেন।