Last Updated: Wednesday, May 28, 2014, 14:40
আর ড্রাইভার রাখার খরচ করতে হবে না। নিজে চালাতে না জানলেও বাড়ির ড্রাইভারকে ছাড়াই লংড্রাইভে যাওয়া যাবে। কারণ গুগলের নতুন চালক বিহীন গাড়ি। দেখতে অনেকটা আমাদের ন্যানো গাড়ির মত। কয়েক মাসের মধ্যেই গুগল বার করতে চলেছে ন্যানোর `ন্যানো`। অর্থাত টাটার তৈরি ন্যানোর গাড়ির থেকেও আরও ছোটো। আরও স্টাইলিশ। কিন্তু গাড়িতে থাকবে না কোনও স্টিয়ারিং, প্যাডেল। সবটাই কম্পিউটারে চালিত হবে।