Last Updated: Saturday, August 11, 2012, 16:35
নতুন করে ফের বিতর্কে জড়িয়ে পড়ল `এক থা টাইগার`। সলমনের আগামী ছবি মুক্তির আগেই পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে এই ছবি `পাকিস্তান-বিরোধী` বার্তা দিচ্ছে দর্শকদের। তবে ছবির মুক্তির ব্যাপারে যথেষ্ট আশাবাদী প্রযোজক। পাকিস্তানের সেন্সর বোর্ডের কর্তারা ছবির ট্রেলার দেখে প্রিন্ট পাঠানোর অনুমতিও দিয়েছেন।