Last Updated: Tuesday, October 29, 2013, 16:23
আপনি কি স্বাস্থ্য সচেতন? ক্যালরি ঝরাতে দিনের বেশ খানিকটা সময় জিমে কাটান? জিমে আপনার নেশা থাকলেও ব্যাপারটা কিন্তু বেশ সময়, পরিশ্রম, এবং পকেট সাধ্য। যৌনমিলন কিন্তু সহজে ক্যালরি ঝরাতে অনেক বেশি কার্যকর। নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে পুরুষদের ক্ষেত্রে যৌনমিলন মিনিটে গড়ে ৪.২ ক্যালরি ও মহিলাদের ক্ষেত্রে গড়ে ৩.১ ক্যালরি ঝরাতে সাহায্য করে।