Sexual assualt - Latest News on Sexual assualt| Breaking News in Bengali on 24ghanta.com
গার্হস্থ্য হিংসায় সারা দেশে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাচ্ছে রিপোর্ট

গার্হস্থ্য হিংসায় সারা দেশে শীর্ষে পশ্চিমবঙ্গ, জানাচ্ছে রিপোর্ট

Last Updated: Saturday, July 5, 2014, 14:47

ভারতীয় পেনাল কোডের ৪৯৮ (এ) ধারার অপব্যবহার নিয়ে যখন সারা দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে সেই সময় ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গার্হস্থ্য হিংসায় সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, স্বামী বা শ্বশুর বাড়ির কোনও সদস্য যদি বিবাহিত মহিলাদের উপর শারীরিক বা মানসিক কোনও রকম অত্যাচার করে, মহিলারা সেক্ষেত্রে এই ধারার প্রয়োগ করে পুলিসের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।