Shah Rukh Khan birty - Latest News on Shah Rukh Khan birty| Breaking News in Bengali on 24ghanta.com
শোকে মোড়া জন্মদিনে শাহরুখ কিংই থাকলেন

শোকে মোড়া জন্মদিনে শাহরুখ কিংই থাকলেন

Last Updated: Friday, November 2, 2012, 18:27

চোখে কালো রঙের সানগ্লাস আর সাদা শার্ট পরে তিনি নামতেই শোরগোল পড়ে গেল। বার্থ ডে বয় শাহরুখকে দেখতে তখন রীতিমত হুড়হুড়ি। দেখে কে বলবে এই মানুষটাই ৪৬টা বসন্ত পার করে ৪৭ এ পা দিয়েছেন। ফিসফাস আওয়াজ, তাঁকে অনেকটা `দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গে`-এর রাজের মত লাগছে। কর্তব্যরত সাংবাদিকরাও তখন বার্থ ডে বয়কে নিয়ে উচ্ছ্বাসে মত্ত।