Last Updated: Friday, March 28, 2014, 23:09
দেশে এখন সুপ্রিম কোর্টের ঠেলায় ক্রিকেট নিয়ে মহা সোরগোল। আইপিএল কেলেঙ্কারির চোটে বিতর্ক আর কলঙ্ক হাত ধরাধরি করে ঘিরে ধরেছে ভারতীয় ক্রিকেটকে। তবে সেই বিতর্কের আঁচ সীমানা টপকে প্রতিবেশী দেশে বিশ্বকাপ যুদ্ধে মত্ত ভারতীয় ক্রিকেট দলের উপর কোনও প্রভাবই ফেলতে পারেনি তার সাক্ষাৎ প্রমাণ মিললো মীরপুরে। বাংলাদেশকে আট উইকেটে দুরমুশ করে ধোনি বাহিনী বেশ অবলীলায় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল।