Last Updated: Saturday, April 26, 2014, 17:36
রাজ্যে ভোটপর্ব চলাকালীনই সারদার ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ আমানতকারীর টাকা ফেরানোর কথা ঘোষণা করল শ্যামল সেন কমিশন। পুরোটাই দেওয়া হচ্ছে সরকারের গড়া তহবিল থেকে। কিন্তু সুদীপ্ত সেনের সম্পত্তি বিক্রি করে টাকা মেটানোর পালা এখনও শুরুই হয়নি। এমনকী সারদা গোষ্ঠী বাজার থেকে কত টাকা তুলেছিল, সেটাও স্পষ্ট নয় কমিশনের কাছে।