Last Updated: Wednesday, July 9, 2014, 22:59
শ্যামাপ্রসাদ কলেজের পর এ বার শান্তিপুর কলেজ। ভর্তির জন্য টাকা দিতে না পারায় ছাত্রকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারা হল। মার খেয়ে হাসপাতালে ভর্তি নেপাল রাজবংশী নামে ওই ছাত্র। অভিযোগ সেই তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অনার্স কোর্সে ভর্তির জন্য টিএমসিপির দাবি মতো টাকা দিতে না পারায় ইউনিয়ন রুমে ছাত্রীকে আটকে রাখা, অশালীন প্রস্তাব। কলকাতার শ্যামাপ্রসাদ কলেজে ভর্তি হতে আসা ছাত্রীর এই অভিজ্ঞতার খবর সম্প্রচারিত হয়েছে চব্বিশ ঘণ্টায়।