Last Updated: Monday, September 10, 2012, 15:18
নাটকীয় মোড় নিল পরস ভাসিন মৃত্যুরহস্য। সোমবার দিল্লি পুলিসের কাছে পয়লা সেপ্টেম্বর (যেদিন পরসের মৃত্যু হয়েছিল) রেল লাইনের ওপর এক ব্যক্তিতে ধাক্কা দেওয়ার কথা জানান এক ট্রেন চালক। শুধু তারিখই নয়। তাঁর উল্লেখ করা সময় এবং স্থানের সঙ্গেও হুবুহু মিলে গেছে পরসের মৃত্যুর ঘটনাস্থল এবং আনুমানিক সময়।