Shibnarayan Das - Latest News on Shibnarayan Das| Breaking News in Bengali on 24ghanta.com
কোথায় আছেন শিবনারায়ণ? ইডির তদন্তে ফের নড়েচড়ে বসল রাজ্য

কোথায় আছেন শিবনারায়ণ? ইডির তদন্তে ফের নড়েচড়ে বসল রাজ্য

Last Updated: Tuesday, May 6, 2014, 11:07

সারদা মামলায় অন্যতম অভিযুক্ত শিবনারায়ণ দাস। সিটের তদন্ত শুরু হওয়ার পর থেকেই বেপাত্তা তিনি। উঠে এসেছে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে শিবনারায়ণের ঘণিষ্ঠতার কথা। তথ্য বলছে, ২০১২ সালে শিবনারায়ণ দাসের কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে নিউ দীঘায় উত্সব করেছিল রাজ্য সরকার।