Last Updated: Monday, July 23, 2012, 16:59
মানেসর কারখানায় মারুতির আধিকারিকের মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিস। মানেসর থেকে কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খারিজ করে দিলেও বন্ধ রয়েছে উত্পাদন। মানেসরের কারখানায় লকআউট ঘোষণা করেছে কর্তৃপক্ষ।