Last Updated: Monday, February 24, 2014, 18:13
লালু প্রসাদ যাদবের দুঃসময় অব্যাহত। বড়সড় ঝটকার মুখে তিনি ও তাঁর রাষ্ট্রীয় জনতা দল। লোকসভা নির্বাচনের আগেই তাঁর দলের ১৩জন বিধায়ক দল ছেড়ে বেড়িয়ে গেলে। শুধু তাই নয় এই ১৩ জন সম্ভবত যোগ দিচ্ছেন শরদ যাদবে জেডিইউ-এ।