Shyam saran Negi - Latest News on Shyam saran Negi| Breaking News in Bengali on 24ghanta.com
স্বাধীনতাত্তোর ভারতের প্রথম ভোটদাতা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচনে এবারও অংশ নিলেন

স্বাধীনতাত্তোর ভারতের প্রথম ভোটদাতা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচনে এবারও অংশ নিলেন

Last Updated: Wednesday, May 7, 2014, 20:36

শ্যামশরণ নেগি। বয়স সাতানব্বই । হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্রের কল্পা বুথের ভোটদাতা। স্বাধীন ভারতের প্রথম ভোটার নেগি। তখন বয়স ছিল বত্রিশ। ছিল ব্যলট পেপার। আজ দুহাজার চোদ্দর সাতই মে। এবারও ভোট দিলেন নেগি। সাতসকালে কল্পা বুথের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন ইভিএমে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অন্যতম প্রতীক তিনি। দেশের প্রথম ভোটার হিসেবে তাঁকে সম্মানিত করেছে কমিশন।