Sibanshu Das - Latest News on Sibanshu Das| Breaking News in Bengali on 24ghanta.com
দিনেদুপুরে ভয়াবহ ডাকাতি আজাদগড়ে

দিনেদুপুরে ভয়াবহ ডাকাতি আজাদগড়ে

Last Updated: Thursday, May 3, 2012, 15:46

সল্টলেকে ডাকাতির এক সপ্তাহ না কাটতেই ফের ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল কলকাতা শহরের বুকে। দিনেদুপুরে ডাকাতি হয়ে গেল যাদবপুর থানার আজাদগড়ে। শিবাংশু দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। আজাদনগরে স্থানীয় একটি বহুতলের চারতলায় সপরিবারে থাকেন শিবাংশুবাবু।