Sibsagar - Latest News on Sibsagar| Breaking News in Bengali on 24ghanta.com
প্রধানমন্ত্রীর সফরের আগে জোড়া বিস্ফোরণ অসমে

প্রধানমন্ত্রীর সফরের আগে জোড়া বিস্ফোরণ অসমে

Last Updated: Friday, April 20, 2012, 09:01

প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে পর পর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম। বৃহস্পতিবার রাতে দুটি বিস্ফোরণ হয় অসমের জোড়হাট এবং শিবসাগর জেলায়। জোড়হাটের কোলাখোয়ায় একটি বিদ্যুত্কেন্দ্রে বিস্ফোরণ হয়। শিবসাগরে বিস্ফোরণ হয় রেললাইনে।