Siddharth Trivedi - Latest News on Siddharth Trivedi| Breaking News in Bengali on 24ghanta.com
 শ্রীসন্থদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তাঁদেরই সতীর্থ

শ্রীসন্থদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তাঁদেরই সতীর্থ

Last Updated: Friday, May 31, 2013, 15:06

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে সরকার পক্ষের সাক্ষী হতে চলেছেন রাজস্থান রয়্যালসের পেসার সিদ্ধার্থ ত্রিবেদি। গড়াপেটা কেলেঙ্কারিতে ত্রিবেদির দলের দুই সদস্যের ঠিকানা আপাতত তিহাড় জেল। অপর অভিযুক্ত অঙ্কিত চহ্বান বিয়ের কারণে বিশেষ জামিনে আপাতত জেলের বাইরে।