Last Updated: Monday, September 3, 2012, 23:31
৩ সেপ্টেম্বর ছিল মহানায়ক উত্তম কুমারের ৮৬তম জন্মদিন। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় প্রত্যেকবারই তাঁকে শ্রদ্ধা জানান অগণিত ভক্ত। এদিন সকালে মহাকরণেও উদযাপিত হয় মহানায়কের জন্মদিন। তবে তাঁর অকৃত্রিম ভক্ত চিত্রশিল্পী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁকে জন্মদিনে শ্রদ্ধা জানান একটু অন্যরকম ভাবে।