Siddhath Roy Kapoor - Latest News on Siddhath Roy Kapoor| Breaking News in Bengali on 24ghanta.com
বিদ্যার বিয়ের অজানা কথা

বিদ্যার বিয়ের অজানা কথা

Last Updated: Wednesday, November 28, 2012, 18:10

সিদ্ধার্থ রয় কপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা গোপন রেখেছিলেন প্রায় ৩ বছর। বিয়ের খবরও লোকে জানতে পেরেছে একেবারে শেষলগ্নে এসে। সারাবছর ধরে সইফিনার বিয়ে নিয়ে শোরগোল মধ্যেই যেন চুপিসারে পুরো ব্যাপারটা গুটিয়ে নিয়েছেন বিদ্যা। বিয়েটাও সারছেন চুপিসারেই। বলিউডের আর পাঁচটা বিগ ফ্যাট ওয়েডিংয়ের মতো কোনও ফাইভ স্টার বলরুম বা অভিজাত মন্দিরে নয়। সিদ্ধার্থের পৈতৃক বাড়িতে বসবে বিদ্যার বিয়ের আসর।