Sikkim Earthquake - Latest News on Sikkim Earthquake| Breaking News in Bengali on 24ghanta.com
মৃত্যু উপত্যকায় ৬ দিন

মৃত্যু উপত্যকায় ৬ দিন

Last Updated: Wednesday, September 28, 2011, 12:53

চোখের সামনেই মরতে দেখেছেন বেশ কয়েকজনকে। ভূমিকম্প থামার পরও ঘন্টা খানেক ধরে মুহূর্মুহূ আছড়ে পড়ছিল মরণপাথর।ছেলেকে নিয়ে কখনও গাড়ির নীচে, কখনও বড় কোনও পাথরের আড়ালে লুকিয়ে পড়েছিলেন নিরঞ্জন বাবু। রাতের ঘুটঘুটে অন্ধকারে তাঁদের আর খুঁজে পাওয়া যায় নি।