Siliguri Municipalit - Latest News on Siliguri Municipalit| Breaking News in Bengali on 24ghanta.com
পদত্যাগ মেয়রের, সঙ্কটে শিলিগুড়ি পুরসভা

পদত্যাগ মেয়রের, সঙ্কটে শিলিগুড়ি পুরসভা

Last Updated: Tuesday, May 20, 2014, 22:11

সঙ্কটে পড়ে গেল শিলিগুড়ি পুরসভা। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন মেয়র গঙ্গোত্রী দত্ত। তাঁর সঙ্গে ইস্তফা দিয়েছেন তেরোজন কংগ্রেস কাউন্সিলর। ফলে মোটের ওপর শিলিগুড়ি পুরনিগম এখন অভিভাবকহীন।ও- দু হাজার নয়ে শিলিগুড়ি পুরবোর্ড দখল করেছিল কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোট। বোর্ড গঠনের এগারো মাস পরে জোট ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে দু দলের কাজিয়ায় বার বার অচল হয়েছে শিলিগুড়ি পুরসভা। বোর্ডের মেয়াদ শেষ হতে এখনও চার মাস বাকি। তার আগে মঙ্গলবার ইস্তফা দিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত। একইসঙ্গে ইস্তফা দিলেন তেরোজন কংগ্রেস কাউন্সিলরও।