Singur college - Latest News on Singur college| Breaking News in Bengali on 24ghanta.com
মুখ্যমন্ত্রী তড়িঘড়ি স্কুল ঘোষণায় বিপাকে সিঙ্গুর কলেজ

মুখ্যমন্ত্রী তড়িঘড়ি স্কুল ঘোষণায় বিপাকে সিঙ্গুর কলেজ

Last Updated: Tuesday, March 11, 2014, 22:08

নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তাই তড়িঘড়ি একটা স্কুল বাড়ির মাত্র ছটা ঘর নিয়ে চালু হয়েছিল আস্ত একটা কলেজ। সিঙ্গুর সরকারি কলেজ। তড়িঘড়ি সিদ্ধান্তের জেরেই এবার সমস্যায় মুখ্যমন্ত্রীর সাধের এই কলেজে। আগামিকাল থেকে শুরু উচ্চ মাধ্যমিক। সিট পড়েছে স্কুলে। অতএব বসবে না কলেজ। টানা ১৬ দিন বন্ধ থাকে কলেজের ক্লাস।