Last Updated: Friday, August 24, 2012, 20:01
`জান-এ-মান`-এর পর শিরীষ কুন্দের দর্শকদের সামনে আনতে চলেছে `জোকার`। তবে আগেই বিতর্কে জর্জরিত শিরীষের নতুন ছবি। আইনি জটিলতায় ফেঁসে এখন বেজায় ফাঁপড়ে শিরীষ। ছবিতে চিত্রাঙ্গদা সিং-এর একটি `আইটেম নম্বর`-এর ওপর কোপ ফেলেছে `সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন`।