Last Updated: Monday, July 14, 2014, 23:04
বামনগাছি কাণ্ডে ধরা পড়লেন বেলেঘাটার তৃণমূল নেতা শিশির মুখার্জি। সৌরভ চৌধুরী খুনে প্রধান অভিযুক্ত শ্যামল কর্মকারকে বেলেঘাটায় নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তিনি। পুলিস যখন বেলেঘাটার বাড়ির খোঁজ পায়, তখন শিশির শ্যামলকে সঙ্গে নিয়ে তারাপীঠে গা ঢাকা দিয়েছিলেন।