Last Updated: Sunday, February 16, 2014, 20:42
তৃণমূল সরকারের কাজকর্ম সম্পর্কে জানলে আন্না হাজারে তাঁদের পাশে থাকবেন না। আশা সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির। ইতিমধ্যেই সিমলা পুরসভার পক্ষ থেকে এরাজ্যের সরকারের দুর্নীতির তথ্য আন্নাকে পাঠানো হচ্ছে বলেও জানান ইয়েচুরি।