Last Updated: Thursday, August 16, 2012, 18:48
চার বছর আগে `টশন` ছবির জন্য `সাইজ জিরো` ফিগার বানিয়ে বলিউডের নতুন `ভাইটাল স্ট্যাটিস্টিক্স` সৃষ্টি করেছিলেন করিনা। সেই থেকেই `সাইজ জিরো`কেই আইডল মেনেছিল বলিউডে থেকে আসমুদ্র হিমাচলের কিশোরী ও সদ্য যৌবনে পা রাখা নারীরা। `সাইজ জিরো` ফিগার বানাতে প্রায় আমরণ অনশনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেইসঙ্গেই শুরু হয়েছিল তথাকথিত মুটকীদের হীনমন্যতায় ভোগা।