Slice Swamvar - Latest News on Slice Swamvar| Breaking News in Bengali on 24ghanta.com
কনে সেজে উচ্ছ্বসিত ক্যাট

কনে সেজে উচ্ছ্বসিত ক্যাট

Last Updated: Monday, April 14, 2014, 12:17

বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিশেষ মুখ না খুললেও ক্যাটরিনার মনে যে বিয়ের ইচ্ছা প্রবল তা বোঝা গেল স্লাইসের নতুন বিজ্ঞাপনেই। গরমে নতুন তিনটি ফ্লেভার নিয়ে এসেছে জনপ্রিয় ম্যাঙ্গো ড্রিঙ্ক স্লাইস। সেই ৩টি ফ্লেভার নিয়েই নতুন বিজ্ঞাপন স্লাইস স্বয়ম্বর। সেখানেই দেশের চার প্রদেশের কনের সাজে সেজেছেন ক্যাট। তাতেই বেজায় উচ্ছ্বসিত তিনি। তবে সবথেকে মনে ধরেছে লক্ষ্মৌভি কনের সাজ।