Last Updated: Monday, October 15, 2012, 19:06
গুগল ডুডলের ম্যাজিকে এবার উইনসর জেনিক ম্যাক। প্রবাদ প্রতিম এই কার্টুনিস্টের বিখ্যাত চরিত্র লিটল নিমো এবারে গুগল হোম পেজের ইন্টারকটিভ ডুডলের বিষয়। জেনিক ম্যাকের ``লিটল নিমো ইন সামবারল্যান্ড`` কমিক স্ট্রিপটির মজাদার `ডুডলিং`এ ইতিমধ্যেই মজেছে সাইবার দুনিয়া। প্রসঙ্গত, ডুডলিং-এ গোটা একটা কমিক স্ট্রিপ এই প্রথম।