Small investment sch - Latest News on Small investment sch| Breaking News in Bengali on 24ghanta.com
চিট ফান্ডের দৌরাত্ম্য রুখতে স্বল্পসঞ্চয় প্রকল্প চালু করছে রাজ্যসরকার

চিট ফান্ডের দৌরাত্ম্য রুখতে স্বল্পসঞ্চয় প্রকল্প চালু করছে রাজ্যসরকার

Last Updated: Thursday, September 5, 2013, 21:09

চিটফান্ডের দৌরাত্ম্য ঠেকাতে এবার স্বল্পসঞ্চয় প্রকল্প চালু করছে রাজ্য সরকার। সেফ সেভিংস স্কিম নামে এই প্রকল্প বাজারে আসছে আগামী পাঁচই অক্টোবর থেকে। ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা রাখা এবং ফেরত পাওয়া যাবে. সুদ মিলবে ব্যাঙ্কেরই নির্ধারিত হারে. কিন্তু প্রশ্ন, বাড়তি সুদ বা আকর্ষণীয় কোনও সুযোগসুবিধা না থাকলে এই প্রকল্পের দিকে কেন ঝুঁকবেন আমানতকারীরা? সারদাকাণ্ডে প্রতারিত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ আমানতকারী. খোয়া যাওয়া টাকা ফেরত পাবেন কিনা জানা নেই তাদের। তবে ভবিষ্যতে এধরনের বিপদ এড়াতে সেফ সেভিংস স্কিম চালু করছে রাজ্য সরকার। চিটফান্ডের হাত থেকে সাধারণ বিনিয়োগাকীরদের বাঁচাতে বাস্তবের রূপ পাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি।