Last Updated: Thursday, January 9, 2014, 14:02
বিচ্ছেদটা মাত্র ৪৯০ লক্ষ বছরের। গত কয়েক শতক ধরে তাদের অবস্থান ছিল শুধু পাঠ্য বইয়ের পাতায়। ভাবা হয়েছিল পৃথিবীর বুক থেকে তারা বোধহয় চিরতরে মুছে গেছে। কিন্তু সব অনুমান মিথ্যে করে দিয়ে ফের খুঁজে পাওয়া গেল তাদের। এক্টোবিয়াস বর্গের চারটি প্রজাতির আরশোলার ফের খোঁজ পাওয়া গেল। দীর্ঘ ৪৯০ লক্ষ বছর পর। জানা গেল মোটেও কালের গহ্বরে হারিয়ে যায়নি তারা। বরং সবার অলক্ষ্যে নিজেদের মত করে দিব্যি বেঁচে বর্তে ছিল তারা। পূর্বের সব তত্ত্ব খারিজ করে দিল তাদের অস্তিত্ব।