Last Updated: Friday, May 2, 2014, 15:58
স্নুপগেট নিয়ে পরোক্ষভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অস্ত্র শানাল ইউপিএ সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল জানিয়েছেন ১৬ মে-এর আগেই এই বিষয়ে তদন্ত করার জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়োগ করা হবে। মোদীর নির্দেশে গুজরাত পুলিস তরুণী নির্মানকর্মীর পিছনে গুপ্তচরবৃত্তি করেছিল কিনা খতিয়ে দেখা হবে সেটাই। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে আবার একধাপ এগিয়ে মন্তব্য করেছেন ``একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি (মোদী) একজন মহিলার পিছনে চর লাগিয়েছিলেন। যদি উনি প্রধানমন্ত্রী হন আমাদের দেশের মহিলাদের কী হবে?``