Last Updated: Monday, October 7, 2013, 21:31
বারাওয়ের বিচ হাউসে লুকিয়ে রয়েছে আল শাবাবের শীর্ষ নেতা আহমেদ গোদানে। এমন খবরের ভিত্তিতেই শনিবার রাতে সোমালিয়ায় অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। কিন্তু গোদানে ওই বাড়িতে ছিল না। জঙ্গিদের নিরাপত্তা ব্যবস্থাও ছিল নিশ্ছিদ্র। তীব্র প্রতিরোধের মুখে সাঁতরে পালাতে হয়েছে নেভি সিলসের কম্যান্ডোদের। পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেন-নিধনের পর যাঁদের খ্যাতি ছিল বিশ্বজোড়া।