Last Updated: Thursday, January 16, 2014, 23:42
হাতির হানায় বাঁকুড়ার বড়জোড়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে সোনামুখী, রাউতোড়া, জগন্নাথপুর ও বৃন্দাবনপুরে ঢুকে পড়ে ওই হাতির পাল। দলে রয়েছে শতাধিক হাতি। দলমা থেকে আসা হাতির পালের হানায় নষ্ট হয়েছে প্রায় একশো বিঘার জমির ফসল। গ্রামবাসীরা চেষ্টা করেও হাতির দলটিকে তাড়াতে পারেননি।