Last Updated: Wednesday, April 2, 2014, 23:41
হাওড়ার শিবপুরে তৃণমূলের ফেস্টুন খুলতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযোগ দায়েরের পরেও প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরতে উদ্যোগ নেয়নি পুলিস। চব্বিশ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পড়েই নড়েচড়ে বসে প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শাসকদলের এক কর্মী ও এক সমর্থককে । মঙ্গলবার তৃণমূলের ব্যানার, পোস্টার খুলতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের হাতে আক্রান্ত হন সরকারি কর্মী সৌমেন আচার্য। খুলে নেওয়া হয় ক্যামেরার চিপ।