Last Updated: Sunday, January 19, 2014, 19:32
রবীন্দ্রনাথ তাঁর জীবনদেবতা। ঋষিকবির চেতনাকে জীবনের পরতে পরতে সম্পৃক্ত করে এগিয়ে চলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই আশিতম জন্মদিনেও তিনি দারুণভাবে কর্মমুখর। রবিবার তাঁকে ঘিরে সারাদিন জুড়ে ছিল নানা অনুষ্ঠান, সংবর্ধনা আর সাহিত্যবাসর। বর্ষীয়ান শিল্পী অন্তত এই দিনটা শুধু শুভেচ্ছা গ্রহণ করেই কাটাতে পারতেন। কিন্তু তা করলেন না। জন্মদিনেও কবিতা, নাটকে ডুবে রইলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।