South African cricke - Latest News on South African cricke| Breaking News in Bengali on 24ghanta.com
মাথায় বল লেগে মৃত্যু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের

মাথায় বল লেগে মৃত্যু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের

Last Updated: Monday, October 28, 2013, 12:31

ক্রিকেট বলের আঘাতে মৃত্যু হল আরও এক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ঘরোযা ক্রিকেটের প্রিমিয়ার লিগের এক ম্যাচে ড্যারেন র‌্যান্ডাল নামের এক ক্রিকেটারের মাথায় বল লাগে। ৩২ বছরের র‌্যান্ডাল ব্যাট করছিলেন। হঠাত্‍ই শর্ট ডেলেভারিতে পুল শট মারতে গিয়ে মাথায় বল লাগে র‌্যান্ডালের। মাঠেই জ্ঞান হারান ডারেন। এরপরই তাঁকে অ্যালিস হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আর জ্ঞান ফেরেনি তাঁর। পরে ডাক্তাররা র‌্যান্ডালকে মৃত ঘোষণা করেন। ক মাস পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।