Last Updated: Wednesday, January 9, 2013, 09:19
আটদিন পেরিয়ে গেলেও কোনও খোঁজ নেই লন্ডনে প়ড়তে যাওয়া ভারতীয় ছাত্র সৌভিক পালের। উদ্বিগ্ন পরিবার ইতিমধ্যেই ইংল্যান্ডে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। ছেলেকে ফিরে পেতে বিদেশমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন সৌভিকের মা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন পৌঁছে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ছেলের খোঁজ পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন।