Last Updated: Saturday, November 9, 2013, 20:32
এই প্রথমবার অলিম্পিক মশাল নিয়ে স্পেসওয়াক করবেন মহাকাশচারীরা। কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে অলিম্পিক মশাল নিয়ে ইতিমধ্যেই সয়ুজ মহাকাশ যানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে গেছেন তিন মহাকাশচারী। দুহাজার চোদ্দর শীতকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিকের আসর বসবে রাশিয়ার কৃষ্ণসাগরের তীরে সোচিতে। সেই সোচি অলিম্পিকের মশাল পৌঁছে গেল মহাকাশে।