Last Updated: Monday, July 2, 2012, 08:52
ইতিহাস গড়ল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। পরপর দু`বার ইউরো সেরা হল স্প্যানিশরা। রবিবার কিয়েভে ইউরো কাপের ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে দিলেন ফ্যাব্রেগাসরা। আর সেই সঙ্গেই ৪ বছরের মধ্যে বিশ্বের কঠিনতম দু`টি টুর্মামেন্ট ৩ জেতার রেকর্ড করল ইকের ক্যাসিয়াসের দল।