Last Updated: Tuesday, April 10, 2012, 12:50
দিল্লিতে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিসকর্মীর। গুরুতর আহত আরও এক পুলিসকর্মী। দিল্লি পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ নয়াদিল্লির পশ্চিম বিহাররাত ১টা নাগাদ একটি পেট্রোল পাম্পে মোটরবাইকে পেট্রোল ভরাচ্ছিলেন দিল্লি পুলিসের কনস্টেবল ৩৯ বছর বয়সী দীপক চৌহান ও ২৪ বছর বয়সী অমিত কুমার।