SpiceJet cabin crew - Latest News on SpiceJet cabin crew| Breaking News in Bengali on 24ghanta.com
আকাশে হোলির আসর বসানোয় সাসপেন্ড বিমানকর্মীরা

আকাশে হোলির আসর বসানোয় সাসপেন্ড বিমানকর্মীরা

Last Updated: Thursday, March 20, 2014, 20:51

হোলি উপলক্ষে আকাশেই নাচগানের আসর বসিয়েছিলেন বিমানকর্মীরা। মেতে উঠেছিলেন যাত্রীরাও। কিন্তু তাতে মোটেও খুশি হয়নি অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। গোটা ঘটনায় ডিজিসিএর রক্তচক্ষুর সামনে স্পাইস জেট কর্তৃপক্ষ। নাচের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরই স্পাইস জেটকে শোকজ করেছে তারা।