Last Updated: Saturday, November 10, 2012, 21:59
জেলবন্দিদের সঙ্গে পুলিসের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২৭ জনের। গুরুতর আহত এক উচ্চপদস্থ পুলিস আধিকারিক-সহ তিন জন। গতকাল রাতে কলম্বোর ওয়েলিকাড়া জেলে মাদক ও মোবাইল ফোনের খোঁজে পুলিস তল্লাসি চালাতে গেলে শুরু হয় সংঘর্ষ। বন্দিরা পুলিসকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিসও।