Last Updated: Monday, December 17, 2012, 22:15
কে বলবেন তিনি আজ থেকে এই মাত্র দেড় বছর আগে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন! ভারতীয় ক্রিকেটে এখন মহেন্দ্র সিং ধোনি বিরুদ্ধে বিরোধী হাওয়া সুনামিতে পরিবর্তিত হয়েছে। একের পর এক ধাক্কা, হারের জেরে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে সরব ক্রিকেটমহল। অনেকেই মনে করছেন এবার ভারতীয় ক্রিকেটে অধিনায়ক বদলের সময় এসেছে। সেই অনেকের তালিকায় উপরের দিকে আছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও।