Last Updated: Sunday, January 26, 2014, 17:25
একেই বলে হয়তো শেষ রাতে অঘটন। প্রতিযোগিতার সবচেয়ে বড় অঘটনটা ঘটল একেবারে শেষ দিনে ফাইনাল ম্যাচে। রজার ফেডেরার যেটা পারেননি। সেটাই করে দেখালেন তাঁর স্বদেশীয় স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা। সব হিসাবে উল্টে অসি ওপেনের ফাইনালে হট ফেভারিট রাফায়েল নাদালকে হারিয়ে খেতাব জিতলেন সুইত্জারল্যান্ডের ওয়ারিঙ্কা।