Last Updated: Tuesday, May 29, 2012, 20:25
একসময় লেখাপড়ার জন্য নিজের বিয়ে রুখে দিয়েছিল নদীয়ার আইশমালির নাবালিকা মৌমিতা খাতুন। পরিবারের প্রবল বিরোধিতার মুখে নিজের ইচ্ছাশক্তিতর জেরে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল মৌমিতা। আইশমালির স্কুল থেকে একমাত্র স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে লড়াকু মৌমিতা।