Last Updated: Monday, January 16, 2012, 17:45
সীমান্ত চিহ্নিতকরণ সংক্রান্ত বিরোধ এড়াতে ফের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করল ভারত ও চিন। সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হওয়া বিশেষ প্রতিনিধি স্তরের পঞ্চদশ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। অন্যদিকে সফরকারী চিনা প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের `স্টেট কাউন্সিলর` দাই বিংগুয়ো।